Sneha Debnath: দিল্লিতে নিখোঁজ থাকার ৬ দিন পর উদ্ধার ত্রিপুরার ছাত্রীর দেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: দিল্লিতে ৬ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হলেন ১৯ বছরের কলেজ ছাত্রী স্নেহা দেবনাথের (Sneha Debnath) মৃতদেহ। তিনি দক্ষিণ ত্রিপুরার (South Tripura) সাব্রুম (Sabroom) এলাকার বাসিন্দা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) আত্মা রাম সনাতন ধর্ম কলেজে (Atma Ram Sanatan Dharma College) স্নাতক স্তরের গণিতের (B.Sc Mathematics) দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
গত ৭ই জুলাই নিখোঁজ হন স্নেহা। তাঁর পরিবার দিল্লির পর্যাবরণ কমপ্লেক্স (Paryavaran Complex) এলাকায় বসবাস করে। রবিবার পূর্ব দিল্লীর গীতা কলোনি (Geeta Colony) এলাকায় যমুনা নদী (Yamuna River) থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, স্নেহা একটি চিঠি রেখে গিয়েছিলেন, যেখানে লিখেছিলেন যে তিনি নিজেই সিগনেচার ব্রিজ (Signature Bridge) থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এক ক্যাব ড্রাইভারও নিশ্চিৎ করেছেন, ওইদিন সকালে তিনিই স্নেহাকে ব্রিজের কাছে নামিয়ে দেন।
পুলিশের নজরদারি থেকে জানা যাচ্ছে, স্নেহার ফোনের শেষ অবস্থানও ওই ব্রিজেই ছিল। কিছু প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, তাঁরা একটি মেয়েকে ব্রিজের ধারে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, সম্ভবত সূর্যোদয়ের কিছু আগে।
স্নেহার ঘনিষ্ঠ বন্ধুদের মতে, বিগত কয়েক মাস ধরেই তিনি অনেকটাই চুপচাপ ও হতাশাগ্রস্ত ছিলেন। নিখোঁজ হওয়ার দিন সকালে স্নেহা হোয়াটসঅ্যাপ ও ই-মেলের মাধ্যমে একাধিক ঘনিষ্ঠ বন্ধুকে বিদায় বার্তা পাঠান, যা নিয়ে তখনই তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত্যুর কারণ ডুবে যাওয়া (drowning)। তবে সম্ভাব্য কোনো অপরাধমূলক দিক (foul play) একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফরেনসিক পরীক্ষার (forensic examination) মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে।