Himant Biswa Sharma: “তবে কি আপনি বাংলাদেশি?” হিমন্তের ভাষা বিতর্কে পালটা তোপ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himant Biswa Sharma) সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। আদমশুমারি প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি নিজের মাতৃভাষা (Mother Tongue) হিসেবে বাংলা উল্লেখ করেন, তবে তিনি ‘বাংলাদেশি’ হয়ে যান। এই বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠছে, এটি বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার।
তৃণমূল কংগ্রেস (TMC) সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ করে লেখে, “অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত লজ্জাজনক মন্তব্য করেছেন। মাতৃভাষা হিসেবে বাংলা বললে কেউ বাংলাদেশি হয়ে যান—এই যুক্তি কি তিনি নিজেকেও প্রযোজ্য মনে করেন, যখন ‘জনগণমন’ কিংবা ‘বন্দে মাতরম’ গান?” স্মরণ করানো হয়েছে, এই দুই জাতীয় সংগীতই বাংলা ভাষায় রচিত।
তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, বাংলা ভাষা শুধুমাত্র একটি ভাষা নয়, এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা এবং আবেগের প্রতীক। তিনি মনে করিয়ে দেন, অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা এমন একটি রাজ্যের প্রতিনিধিত্ব করছেন, যেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা দ্বিতীয় সর্বাধিক।
দেবাংশুর মতে, বাংলাভাষীরা ভারতের স্বাধীনতা আন্দোলনে যে রক্তপাত করেছেন, তা ভোলার নয়। অথচ আজ সেই ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে অসমের মুখ্যমন্ত্রী গোটা এক জনগোষ্ঠীকে অপমান করেছেন।
এই মন্তব্যকে ঘিরে বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন দেবাংশু। তাঁর মতে, এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে যে বিজেপির কাছে বাঙালি জাতি ও বাংলা ভাষার কোনও গুরুত্ব নেই। তাই ‘জয় বাংলা’ স্লোগানেও আপত্তি জানায় তারা। মাতৃভাষা বাঙালির কাছে অত্যন্ত আবেগের বিষয়, আর সেই আবেগে আঘাত করলে তার রাজনৈতিক ফল ভয়ঙ্কর হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনকে (2026 Assembly Election) সামনে রেখে ভাষাভিত্তিক মেরুকরণের খেলায় নামছেন হিমন্ত। কিন্তু তাতে গোটা বাঙালি সমাজকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। যদিও এই ইস্যুতে এখনো পর্যন্ত হিমন্ত বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চলছে তীব্র বিতর্ক।