লেহ-তে গুলিচালনায় চারজনের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চাইলেন Sonam Wangchuk

October 5, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২০: লাদাখের বিশিষ্ট সমাজ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk) দাবি জানিয়েছেন, লেহ-তে বিক্ষোভের সময় নিহত চার ব্যক্তির মৃত্যুর তদন্তের জন্য একটি স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। গত ২৪শে সেপ্টেম্বর রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল (Sixth Schedule) বাস্তবায়নের দাবিতে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিচালনায় এক প্রাক্তন সৈনিক-সহ চারজন নিহত হন।

ওয়াংচুক বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনে (National Security Act) বন্দী অবস্থায় রয়েছেন। শনিবার যোধপুর কেন্দ্রীয় কারাগারে তাঁর ভাই কা সেতান দর্জে লে ও আইনজীবী মুস্তাফা হাজির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই বার্তা দেন। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি স্বাধীন তদন্তের আদেশ না দেওয়া হয়, তবে তিনি “জেলেই থেকে যেতে প্রস্তুত”।

শিক্ষা ও পরিবেশগত উন্নয়নে অবদানের জন্য রেমন ম্যাগসেসে পুরস্কারে (Ramon Magsaysay Award) সম্মানিত ওয়াংচুক লাদাখের এপেক্স বডি (Ladakh Apex Body) ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দাবিকেও (Kargil Democratic Alliance) সমর্থন জানিয়েছেন, যাঁরা ষষ্ঠ তফসিল বাস্তবায়ন ও পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে আন্দোলন করছে।

নাগরিকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ওয়াংচুক লিখেছেন, “আমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছি এবং সবার উদ্বেগ ও প্রার্থনার জন্য কৃতজ্ঞ। নিহতদের পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা আর আঘাতপ্রাপ্ত ও গ্রেফতার হওয়া বন্ধুদের জন্য আমার প্রার্থনা।”

লেহ এপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ৬ই অক্টোবরের আলোচনা থেকে সরে এসেছে। এই সংগঠনগুলি চার নাগরিকের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত এবং ওয়াংচুক-সহ সকল বন্দীর নিঃশর্ত ও তাৎক্ষণিক মুক্তির দাবি জানিয়েছে।

সোমবার সুপ্রিম কোর্ট ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর একটি আবেদন শুনবে, যেখানে জাতীয় নিরাপত্তা আইনে তাঁর স্বামীর কারাবাসকে চ্যালেঞ্জ করে তাঁর মুক্তির দাবি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen