লেহ-তে গুলিচালনায় চারজনের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চাইলেন Sonam Wangchuk

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২০: লাদাখের বিশিষ্ট সমাজ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk) দাবি জানিয়েছেন, লেহ-তে বিক্ষোভের সময় নিহত চার ব্যক্তির মৃত্যুর তদন্তের জন্য একটি স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। গত ২৪শে সেপ্টেম্বর রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল (Sixth Schedule) বাস্তবায়নের দাবিতে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিচালনায় এক প্রাক্তন সৈনিক-সহ চারজন নিহত হন।
ওয়াংচুক বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনে (National Security Act) বন্দী অবস্থায় রয়েছেন। শনিবার যোধপুর কেন্দ্রীয় কারাগারে তাঁর ভাই কা সেতান দর্জে লে ও আইনজীবী মুস্তাফা হাজির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই বার্তা দেন। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি স্বাধীন তদন্তের আদেশ না দেওয়া হয়, তবে তিনি “জেলেই থেকে যেতে প্রস্তুত”।
শিক্ষা ও পরিবেশগত উন্নয়নে অবদানের জন্য রেমন ম্যাগসেসে পুরস্কারে (Ramon Magsaysay Award) সম্মানিত ওয়াংচুক লাদাখের এপেক্স বডি (Ladakh Apex Body) ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দাবিকেও (Kargil Democratic Alliance) সমর্থন জানিয়েছেন, যাঁরা ষষ্ঠ তফসিল বাস্তবায়ন ও পূর্ণ রাজ্যের মর্যাদা পেতে আন্দোলন করছে।
নাগরিকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ওয়াংচুক লিখেছেন, “আমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছি এবং সবার উদ্বেগ ও প্রার্থনার জন্য কৃতজ্ঞ। নিহতদের পরিবারের প্রতি আমার হৃদয় নিংড়ানো সমবেদনা আর আঘাতপ্রাপ্ত ও গ্রেফতার হওয়া বন্ধুদের জন্য আমার প্রার্থনা।”
লেহ এপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ৬ই অক্টোবরের আলোচনা থেকে সরে এসেছে। এই সংগঠনগুলি চার নাগরিকের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত এবং ওয়াংচুক-সহ সকল বন্দীর নিঃশর্ত ও তাৎক্ষণিক মুক্তির দাবি জানিয়েছে।
সোমবার সুপ্রিম কোর্ট ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর একটি আবেদন শুনবে, যেখানে জাতীয় নিরাপত্তা আইনে তাঁর স্বামীর কারাবাসকে চ্যালেঞ্জ করে তাঁর মুক্তির দাবি করা হয়েছে।