শান্তিপূর্ণ মিছিল করেও দিল পুলিশের হাতে আটক ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক

পরিবেশ রক্ষা এবং প্রকৃতিকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই পথে নেমে আন্দোলন করেছেন সোনম।

October 1, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গত ১ সেপ্টেম্বর থেকে পরিবেশ রক্ষা এবং প্রকৃতিকে বাঁচাতে পথে নেমে পদযাত্রা করে সোমবার দিল্লি সীমানায় এসে পৌঁছন ‘র‌্যাঞ্চো” সোনম ওয়াংচুক। এদিন মধ্যরাতে তাঁকে আটক করল প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা দিল্লি পুলিশ।

পরিবেশ রক্ষা এবং প্রকৃতিকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই পথে নেমে আন্দোলন করেছেন সোনম। এর আগে টানা ২১ দিন অনশন করেছেন তিনি। এবার লাদাখের নেতৃত্বের সঙ্গে স্থানীয় দাবিদাওয়া নিয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনায় বসার দাবি নিয়ে ১ সেপ্টেম্বর লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা শুরু করেন তাঁরা।

সোমবার দিল্লি সীমানায় এসে পৌঁছন ১৫০ জন পদযাত্রী। সেখানেই গভীর রাতে সোনমদের আটক করে দিল্লি পুলিশ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানান । সোনম বলেছেন, “বাপুর সমাধি পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করতে গিয়ে আমাদের আটক করা হল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একী দশা, হায় রাম! জানি না আমাদের কপালে কি রয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen