যন্তর মন্তরে ধর্নার অনুমতি পান নি, লাদাখ ভবনের সামনে অনশনে বসলেন সোনম ওয়াংচুক
ফের অনশন শুরু করলেন সোনম ওয়াংচুক। রবিবার দুপুরে লাদাখ ভবনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন বাস্তবের ‘র্যাঞ্চো’। দিল্লির যন্তর মন্তরে ধর্নার অনুমতি না মেলায় এ বার লাদাখ ভবনের সামনেই অনশনের সিদ্ধান্ত নিলেন সোনম।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের অনশন শুরু করলেন সোনম ওয়াংচুক। রবিবার দুপুরে লাদাখ ভবনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন বাস্তবের ‘র্যাঞ্চো’। দিল্লির যন্তর মন্তরে ধর্নার অনুমতি না মেলায় এ বার লাদাখ ভবনের সামনেই অনশনের সিদ্ধান্ত নিলেন সোনম।
পৃথক রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফশিলে অন্তর্ভুক্তি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এবার তাই অনশনে বসলেন তিনি। এদিন ওয়াংচুক সহ প্রায় ১৮ জন লাদাখ ভবনের গেটের কাছে অনশনে বসেন। ‘সেভ লাদাখ, সেভ হিমালয়’, ‘জয় লাদাখ’ সহ নানা স্লোগান ওঠে সেই বিক্ষোভস্থল থেকে। এনিয়ে ওয়াংচুকের বক্তব্য, ‘শেষমেশ আজ সকালেই চিঠি পৌঁছেছে। যন্তরে মন্তরে প্রতিবাদ প্রদর্শনের জন্য আমাদের অনুমতি দেওয়া হয়নি। আবারও আমরা বঞ্চিত হলাম। আবারও প্রত্যখান আর হতাশা।’
ওয়াংচুকের বক্তব্য, ‘শেষমেশ আজ সকালেই চিঠি পৌঁছেছে। যন্তরে মন্তরে প্রতিবাদ প্রদর্শনের জন্য আমাদের অনুমতি দেওয়া হয়নি। আবারও আমরা বঞ্চিত হলাম। আবারও প্রত্যখান আর হতাশা।’ উল্লেখ্য, মাসখানেক আগে ওয়াংচুকের নেতৃত্বে লে থেকে ‘দিল্লি চলো’।