নয়া ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন দায়িত্ব ‘বাংলার দাদা’র কাঁধে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: এবার আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লিগ SA 20-তে আগামী মরশুমে কোচের দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রাক্তন BCCI প্রেসিডেন্ট প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিতে চলেছেন।
এতদিন প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্বে ছিলেন জোনাথন ট্রট। গত দুই মরশুমে প্লে-অফে উঠতে পারেনি প্রিটোরিয়া ক্যাপিটালস। এবার সৌরভকে দায়িত্ব দিয়ে সাফল্যের স্বপ্ন দেখছে প্রিটোরিয়া ক্যাপিটালস। উল্লেখ্য, প্রিটোরিয়া ক্যাপিটালস বর্তমানে জেএসডব্লিউ স্পোর্টসের অধীনে। বিগত এক বছর ধরে জেএসডব্লিউ গ্রুপের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা।
বাইশ গজের বাইরেও সৌরভের কেরিয়ার চমকপ্রদ। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সৌরভ সিএবি-র (CAB) সভাপতি হিসেবে কাজ করেছেন। BCCI-র প্রেসিডেন্ট পদেও দায়িত্ব সামলেছেন। জনপ্রিয় টেলিভিশন শো সঞ্চালনা করেছেন। কোচের দা