রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ, ডোনার মন্তব্যে রাজনীতিতে যোগের জল্পনা

এদিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়৷

May 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ ভাইরাল ভয়ানী

সৌরভ কি রাজনীতিতে আসবেন? শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের নৈশভোজের পর সেই জল্পনাই ফের নতুন করে হাওয়ায় ভাসতে শুরু করেছে৷ অমিত শাহকে বাড়িতে আপ্যায়ন করার পরদিনই সৌরভের রাজনীতিতে আসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ডোনা গঙ্গোপাধ্যায়৷ সৌরভ রাজনীতিতে আসবেন কি না তা নিেয় সরাসরি কোনও উত্তর না দিলেও ডোনার মতে, রাজনীতিতে এলেও ভাল কাজ করবেন সৌরভ৷

এদিন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে হাজির হয়েছিলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়৷ সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ অনুষ্ঠান শেষে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হলে ডোনা বলেন, ‘জল্পনা সত্যি হলে হবে। আমার মনে হয সৌরভ যদি সত্যিই রাজনীতিতে আসে তাহলে মানুষের জন্য অনেক ভাল কাজ করতে পারবে৷ এখনও অনেক কাজই করে৷’

২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছিল৷ সৌরভ রাজনীতিতে আসতে পারেন এবং বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন খবরে তীব্র আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে৷ শেষ পর্যন্ত অবশ্য সৌরভ তাঁর রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷

শুক্রবার তাঁর বাড়িতে অমিত শাহের নৈশভোজকেও নিছকই সৌজন্যমূলক বলে দাবি করেছিলেন সৌরভ৷ ডোনাও এ দিন জানিয়েছেন, শুক্রবার রাজনীতির কোনও কথা হয়নি৷ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ এ দিনও আগের অবস্থানেই অনড় থেকেছেন সৌরভ৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen