ইডেন টেস্টের আগে শামি ইস্যুতে সৌরভের বড় বার্তা, জোরালো সওয়াল প্রাক্তন অধিনায়কের

November 11, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০:  প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এখনও ভারতীয় দলের সব ফরম্যাটে খেলতে সক্ষম। সাম্প্রতিক রঞ্জি ট্রফিতে নিজের পারফরম্যান্সে শামি প্রমাণ করেছেন, তিনি আগের মতোই কার্যকর এবং ফিট আছেন। তিন ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে বাংলা দলকে একাধিক জয় এনে দিয়েছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার পর চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন শামি, কিন্তু অস্ত্রোপচারের পর ফের নিজের ছন্দে ফিরেছেন বলেই মনে করছেন সৌরভ।

বর্তমানে জাতীয় নির্বাচক কমিটি যদিও তরুণ পেসারদের দিকেই বেশি ঝুঁকছে—প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপের মতো নতুন মুখেরা এখন টেস্ট দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তবুও সৌরভের বিশ্বাস, শামির অভিজ্ঞতা ও দক্ষতা এখনো দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে। আগামি টেস্ট সিরিজে তাঁর অনুপস্থিতি তাই প্রশ্ন তুলছে অনেকের মধ্যেই।

একই সঙ্গে সৌরভের নজর এখন কলকাতার ইডেন টেস্টের দিকেও, যেখানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তাঁর মতে, তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেলের পারফরম্যান্স নজর কাড়ছে। সাম্প্রতিক অনানুষ্ঠানিক টেস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ। সৌরভ মনে করেন, সুযোগ পেলে জুরেল ভারতীয় টেস্ট ব্যাটিং লাইন-আপে নতুন মাত্রা যোগ করতে পারেন।

ভারতীয় দলের তরুণরা সম্প্রতি ইংল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্স করেছে—যশস্বী, গিল, রাহুল, পন্থ, সবাই মিলে এক নতুন আস্থা তৈরি করেছেন। শক্তিশালী স্পিন ও পেস আক্রমণকে ভর করে সৌরভের মতে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতই ফেবারিট।

অভিজ্ঞতা ও নতুন রক্তের মিশেলে ভারতীয় ক্রিকেট আজ এক নতুন অধ্যায়ের পথে। সৌরভের আশা, সেই অভিযানে মহম্মদ শামির মতো অভিজ্ঞ যোদ্ধারা যেন আবারও নিজেদের জায়গা ফিরে পান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen