গুয়াহাটিতেও লজ্জার হার গম্ভীরদের ! ২৫ বছর পর ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় প্রোটিয়াদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: দক্ষিণ আফ্রিকা অবশেষে করে দেখাল! টানা ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে নিলেন প্রোটিয়ারা, এবং দারুণ আধিপত্যে দেখিয়ে। IND vs SA দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে ২-০ হোয়াইটওয়াশ সম্পূর্ণ করল রিশভ পন্তদের বিরুদ্ধে মার্কো জেনসানদের শক্তিশালী দল।
গুয়াহাটির শেষ দিনে ভারতের সামনে ছিল অপশন মাত্র দুটি—ড্র করা বা আত্মসমর্পণ। কিন্তু সাইমন হার্মারের বিধ্বংসী স্পেল এবং মার্কো জেনসানের দুরন্ত বোলিং–ফিল্ডিংয়ে দুই সেশনের মধ্যেই ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মার্কো শুধু বলেই নয়, ব্যাট হাতেও প্রথম ইনিংসে ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেন।
এর আগের টেস্টেও চিত্রটা ছিল একই। কলকাতায় তিন দিনের মধ্যেই ভারত ৩০ রানে হেরে বসে। ব্যাটিং ব্যর্থতা, ভুল দল নির্বাচন, আর অধিনায়কত্বের সিদ্ধান্ত—সব মিলিয়ে ভারতীয় দলের দুর্বলতা স্পষ্ট।
এখন ভারতের সামনে বিরতি প্রায় ১০ মাস। গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টকে ব্যাটিং টেম্পারামেন্ট, স্কোয়াড ব্যালেন্স এবং কৌশলগত সিদ্ধান্তে বড় পরিবর্তন আনতেই হবে, নইলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে পিছিয়ে পড়ার ঝুঁকি আরও বাড়বে।