তা তা থৈয়ের পর শোভনের পিয়ানো, আবার কমেন্টের বন্যা সোশ্যাল মিডিয়ায়

এবার বিলাসবহুল অন্দরে পিয়ানো টুংটাং করছেন শোভন।

October 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সবুজ গালিচার বারান্দায় মনের সুখে নৃত্য করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তাই দেখে তালি বাজিয়েছিলেন বন্ধু শোভন চট্টোপাধ্যায়। তাঁদের সেই ‘ মনের সুখের নাচের ‘ ভিডিও ভাইরাল হয়েছে। এবার বিলাসবহুল অন্দরে পিয়ানো টুংটাং করছেন শোভন। পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে বান্ধবী বৈশাখী।

ভিডিও সৌজন্যে: Bonno Apurba

পিয়ানো বাজানোর ভান করলে ও প্রাক্তন মেয়র পিয়ানোর সুর তুলতে পারেননি এতোটুকুও। আর তাঁর সেই বৃথা চেষ্টা দেখে ধমক দিয়েছেন বৈশাখী। তবে, এই যুগলের নৃত্য দেখে নেটিজেনরা যে পরিমাণ আমোদ পেয়েছিলেন, পিয়ানোর সুর তাকেও ছাপিয়ে যায় কিনা দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen