MLA হোস্টেলে বসে তোলাবাজির অভিযোগ উঠতেই কড়া নির্দেশিকা জারি অধ্যক্ষের

বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, এমএলএ হোস্টেলে পরিচালনায় কিছুদিন যাবৎ শিথিলতা দেখা গিয়েছিল।

January 8, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এমএলএ হোস্টেলে বসে বিধায়কের লেটারহেড জাল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ উঠতেই নড়েচড়ে বসলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এমএলএ হোস্টেলে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণ করতে নির্দেশিকা জারি করলেন তিনি। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, এমএলএ হোস্টেলে পরিচালনায় কিছুদিন যাবৎ শিথিলতা দেখা গিয়েছিল।

মঙ্গলবার নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৮ দফা নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে কোনও বিধায়কের সুপারিশে কোনও ব্যক্তিকে ঘর দিতে হলে আগে সেই বিধায়ককে ফোন করে নিশ্চিত হতে হবে সত্যিই তিনি সুপারিশ করেছেন কি না। বিধানসভার স্টিকার ছাড়া অন্য কোনও গাড়ি নিয়ে এমএলএ হোস্টেলে ঢোকা যাবে না। এমএলএ হোস্টেলে কোনও বিধায়কের সঙ্গে দেখা করতে গেলে সাক্ষাৎপ্রার্থীকে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। ওই ব্যক্তির ছবি তুলে রাখবেন নিরাপত্তা আধিকারিকরা। হোস্টেলের আসেপাশে বিনা কারণে ঘোরাফেরা করলে তাঁকে আটক করতে পারেন নিরাপত্তারক্ষীরা।

লেটারহেড জাল করে প্রতারণার ঘটনায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে ফের তলব করে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। বুধবারের পর যেকোনও দিন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen