SIR আতঙ্কে স্বজন হারানো পরিবারকে আর্থিক সহায়তা, অভিষেকের নির্দেশে গঠিত বিশেষ কমিটি

November 8, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৭: SIR আতঙ্কে রাজ্যজুড়ে একাধিক আত্মহত্যার অভিযোগ সামনে আসার পর এবার সরাসরি পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে গঠিত হল একটি বিশেষ কমিটি, যার কাজ হবে SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানো।

শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মঘাতী হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতানেত্রীরা। দলীয় সূত্রে খবর, মোট পাঁচটি স্বজনহারা পরিবারকে সান্ত্বনা জানাতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।

গত ২৮ অক্টোবর আগরপাড়ায় নিজের বাড়ি থেকে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। তাঁর সুইসাইড নোটে SIR আতঙ্কের উল্লেখ ছিল। মৃত্যুর পর থেকেই ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগানে সরব স্থানীয়রা। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন সামিরুল ইসলাম ও পার্থ ভৌমিক।

টিটাগড়ের কাকলি সরকারের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন শশী পাঁজা (Shashi Panja) ও তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)। বিকেল চারটের সময় তাঁদের সাক্ষাৎ নির্ধারিত হয়েছে।

৩ নভেম্বর ডানকুনির নজরুলপল্লিতে ষাটোর্ধ্ব হাসিনা বেগমের মৃত্যু হয়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা।

হুগলির শেওড়াফুলিতে SIR আতঙ্কে মৃত এক মহিলার পরিবারের সঙ্গে দেখা করবেন জয়া দত্ত ও স্থানীয় নেতৃত্ব। উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা, নিহত যুবক জাহির মালের পরিবারের সঙ্গে দেখা করবেন অরূপ চক্রবর্তী-সহ তৃণমূলের প্রতিনিধি দল।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিকবার রাস্তায় নেমে মিছিল করেছেন এই ইস্যুতে। তৃণমূলের অভিযোগ, SIR-কে হাতিয়ার করে বাংলায় ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। দলীয় নেতৃত্বের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটার বাদ গেলেও রাজ্যজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, SIR আতঙ্কে যদি একজন বৈধ ভোটারও বাদ যান, তাহলে গোটা বাংলা রাস্তায় নামবে। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen