ভিনরাজ্যে বাঙালি হেনস্তা-সহ একাধিক ইস্যুতে বিশেষ অধিবেশন, সেপ্টেম্বরে বসছে বিধানসভা
সেপ্টেম্বরের ১, ২ এবং ৪ তারিখ এই অধিবেশন চলবে তিনদিন। ৩ সেপ্টেম্বর করমপুজোর সরকারি ছুটির জন্য ওই দিন অধিবেশন বসবে না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৬: ভিনরাজ্যে বাঙালি হেনস্তা, ভোটার তালিকায় বিশেষ সংশোধন, অপরাজিতা বিল ফেরত পাঠানো-সহ একাধিক ইস্যুতে প্রস্তাব আনতে আগামী মাসের শুরুতেই বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। সূত্রের খবর, সেপ্টেম্বরের ১, ২ এবং ৪ তারিখ এই অধিবেশন চলবে তিনদিন। ৩ সেপ্টেম্বর করমপুজোর সরকারি ছুটির জন্য ওই দিন অধিবেশন বসবে না।
মূল ইস্যু ভিনরাজ্যে ‘বাঙালি হেনস্তা’
সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা, এমনকি সন্দেহের বশে বাংলাদেশে ‘পুশব্যাক’-র ঘটনাও ঘটছে। রাজ্যের শাসক দল এ নিয়ে বড়সড় প্রতিবাদ জারি রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্লকে ব্লকে হচ্ছে আন্দোলন। পাশাপাশি বিপদে পড়া পরিযায়ী শ্রমিকদের সহায়তায় ঘোষণা করা হয়েছে ‘শ্রমশ্রী প্রকল্প’, যার আওতায় রাজ্যে ফেরত আসা শ্রমিকরা একবছর পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এহেন প্রেক্ষিতে বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্তা’ নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চায় রাজ্য সরকার। আলোচনায় যোগ দেবেন তৃণমূল ও বিজেপির বিধায়করা।
তবে শুধু বাঙালি ইস্যুই নয়, বিশেষ অধিবেশনে আসতে চলেছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
এসআইআর বিরোধিতা: দিল্লিতে যেমন প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল, বিধানসভাতেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা।
অপরাজিতা বিল: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব সম্বলিত যে বিলটি বিধানসভায় পাশ হয়েছিল, তা রাজ্যপাল সই না করে ফেরত পাঠিয়েছেন। এই বিষয় নিয়েও আলোচনায় তৎপর শাসকদল।
ভোটার তালিকার সংশোধন: বিশেষ নিবিড় সংশোধনের বিষয়েও প্রস্তাব আসতে পারে অধিবেশনে।
সবমিলিয়ে, পুজোর আগে সেপ্টেম্বরের গোড়ায় বসতে চলা বিধানসভার এই বিশেষ অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।