জল্পনার অবসান,আর্যর অপর্ণা ফিরে এল নতুন রূপে

November 28, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে দিতিপ্রিয়া রায়ের বিদায়ের পর থেকেই দর্শকমহল একটাই প্রশ্নে উত্তাল— নতুন ‘অপু’ হচ্ছেন কে? টলিপাড়ার অন্দরে গত কয়েক দিন ধরে চলছিল জোর জল্পনা। সেই জল্পনার মধ্যেই উঠে এল এক নতুন নাম— শিরিন পাল। কোনও চেনা মুখ নয়, বরং একেবারে আনকোরা অভিনেত্রী। তবুও লুক সেটের পর তাঁর দিকেই নাকি সবচেয়ে বেশি ঝুঁকেছেন নির্মাতারা। যদিও এসভিএফ কিংবা চ্যানেল এখনও সরকারিভাবে কিছু বলছে না, ধারাবাহিকের সঙ্গে যুক্ত একাধিক সূত্রের দাবি, বুধবার যে চার অভিনেত্রীর লুক সেট হয়, সেই তালিকায় প্রত্যুষা পাল, সৌমিতৃষা কুণ্ডু ও সম্পূর্ণা মণ্ডল থাকলেও সবার নজর কেড়েছেন ঝাড়গ্রামের এই তরুণী।

 

কে এই শিরিন? জানা গিয়েছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করছেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় এক নাট্যদলের সঙ্গে নিয়মিত কাজ করেন। মঞ্চাভিনয়ই তাঁর প্রথম ঠিকানা। টেলিভিশনে একেবারেই নতুন হলেও তাঁর স্বাভাবিক অভিব্যক্তি ও পর্দায় উপস্থিতি নাকি নির্মাতাদের মনে দাগ কেটেছে।

এদিকে দিতিপ্রিয়ার বিদায়ের গল্পটাই ছিল অন্যরকম। গত সাত দিন ধরে নায়িকাহীন চলছে শুটিং। সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। বার বার বৈঠক করেও সমাধান বের করতে পারেনি প্রযোজনা সংস্থা বা চ্যানেল। ঘনিষ্ঠমহলের দাবি, জীতুর সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় কটূক্তি ও আক্রমণে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন দিতিপ্রিয়া। কাজেও মন বসছিল না। শেষমেশ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না হওয়ায় ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

দিতিপ্রিয়ার বিদায়ের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে এবার পুরো দায়িত্ব শিরিনের কাঁধে। দর্শকরাও অপেক্ষায়— মঞ্চ থেকে ছোটপর্দায় পা রাখা এই নতুন মুখ প্রথম দিন থেকেই কতটা ছাপ ফেলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen