স্পুটনিক ভি ভ্যাকসিন নিতে চান? জেনে নিন কোথায় গেলে পাবেন এই ভ্যাকসিন

হাসপাতালের একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেই বুকিং করা যাবে। নম্বরটি হল-৯৮৩৬৩০৫৯৭৫। ১১৪৫ টাকাতেই পাওয়া যাবে এই টিকা। পাওয়া যাবে টিকা গ্রহণের শংসাপত্রও।

June 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতার এক বেসরকারি হাসপাতালে সর্বসাধারণের জন্য রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’ টিকা পাওয়া যাচ্ছে। শনিবার থেকে উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) ‘স্পুটনিক ভি’ (Sputnik V) টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার ১২ জন এই টিকা নেন। এই টিকা নেওয়ার জন্য কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, তবে সময় সংরক্ষণ করতে হবে না। হাসপাতালের একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেই বুকিং করা যাবে। নম্বরটি হল-৯৮৩৬৩০৫৯৭৫। ১১৪৫ টাকাতেই পাওয়া যাবে এই টিকা। পাওয়া যাবে টিকা গ্রহণের শংসাপত্রও।

এর আগে কলকাতার ২টি হাসপাতাল তাদের কর্মীদের ‘স্পুটনিক ভি’ টিকা দেয়। উডল্যান্ডস হাসপাতাল সর্বসাধারণের জন্য পরিষেবা দিচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে অল্প সংখ্যক টিকা আছে বলেই কো-উইনে সময় সংরক্ষণ করতে হচ্ছে না। টিকার জোগান বাড়লে এটা বাধ্যতামূলক করা হবে।

হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, রবিবার টিকা দেওয়া হবে না। সোমবার থেকে ফের টিকা দেওয়া শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen