ফের বিয়ের সাজে দেখা গেল শ্রাবন্তীকে, কার সাথে বাঁধবেন গাঁটছড়া?

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ২৭শে মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর-থ্রিলার।

April 6, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শুভ দিন অবশেষে প্রকাশ্যে এল। ওম ঘরণী হয়ে খুব শীঘ্রই রুপোলি পর্দায় হাজির হচ্ছেন শ্রাবন্তী। নতুন কনের সাজে শ্রাবন্তীর লুক আগেই ভাইরাল হয়েছিল। আর এবার জানা গেল কবে মুক্তি পাবে টলিউডের নতুন জুটি ওম-শ্রাবন্তীর ‘ভয় পেও না’। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ২৭শে মে বক্স অফিসে মুক্তি পাবে এই হরর-থ্রিলার।

‘ভয় পেও না’ পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন দে। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে থাকছেন ওম এবং শ্রাবন্তী। বছর খানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী, তবে সেইবার তাঁদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম, কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। পর্দায় ওম-শ্রাবন্তীর রসায়ন কেমন হবে তা দেখতে মুখিয়ে সব্বাই। যদিও সোশ্যাল মিডিয়ায় মেলা ঝলক বলছে ‘প্রেম জমে ক্ষীর’।

ছবির চিত্রনাট্য বলছে, ডাঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী অনন্যার ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী। তাঁর সঙ্গে শাশুড়ি মায়ের সম্পর্ক এক্কেবারে ভালো নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান তিনি। কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট।

দিন কয়েক আগেই কাশ্মীরে এই ছবির গানের শ্যুটিং করে এসেছেন ওম-শ্রাবন্তীরা। কাশ্মীরের বরফ ঢাকা পরিবেশে শ্রাবন্তীর সঙ্গে ওমের রোম্যান্সের ঝলক দেখে তো চোখ ছানাবড়া সব্বার।

এখন শুধু অপেক্ষা ২৭শে মে’র। তবে সহজ হবে না লড়াইটা। কারণ একইদিনে বক্স অফিসে মুক্তি পাচ্ছে, যশ-এনার ‘চিনেবাদাম’। থাাকছে প্রসেনজিত-দিতিপ্রিয়ার ‘আয় খুকু আয়’ এবং অরিন্দমের ‘শবর’। পাশাপাশি আগের সপ্তাহেই মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি ‘বেলাশুরু’। এত ছবির ভিড়ে কতটা প্রভাব ফেলবে ওম-শ্রাবন্তীর রসায়ন? সেটাই এখন দেখবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen