বড়দিনে সৃজিতের উপহার ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি তৃতীয় ছবি।

November 12, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মরুভুমি, পাহাড় পেরিয়ে কাকাবাবু এ বার জঙ্গলে। বড় দিনের বড় ছবি হয়ে আসছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)।

কেমন লাগছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের? (Srijit Mukherjee) বললেন সৃজিত, ‘‘ কাকাবাবু ট্রিলজির শেষ ইনস্টলমেন্ট। ২০১৩ থেকে ২০২০– ৭ বছর ধরে কাকাবাবু নিয়ে প্রচুর স্মৃতি আমার। দেশের বাইরে কত ঘোরার অভিজ্ঞতা! সে মিশর হোক আর কেনিয়া। বিশেষ করে ছোটদের জন্য বানানো ছবির নিরিখে কাকাবাবু আমার কাছে খুব স্পেশাল।’’

ক্রিসমাসে আয়রার জন্য কি তবে ‘কাকাবাবু’-ই বিশেষ উপহার? প্রশ্নে সম্মতির হাসি সৃজিতের।

https://www.instagram.com/p/CHex2a2pROj/?utm_source=ig_web_button_share_sheet

‘মিশর রহস্য’, ‘ইয়েতি অভিযান’-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের এটি তৃতীয় ছবি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen