নবম থেকে দ্বাদশ শ্রেণি- শূন্যপদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

শুক্রবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে মোট ৩৫,৭২৬টি শূন্যপদ।

September 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৬: শিক্ষক নিয়োগ পরীক্ষার ঠিক আগে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে মোট ৩৫,৭২৬টি শূন্যপদ।

বিভাগভিত্তিক শূন্যপদ:

  • নবম-দশম শ্রেণি: ২৩,২১২টি পদ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি: ১২,৫১৪টি পদ
  • মোট: ৩৫,৭২৬টি পদ
  • ওবিসি সংরক্ষণ: তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে ১৭% ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত
  • ৭ সেপ্টেম্বর: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা
  • ১৪ সেপ্টেম্বর: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা
  • মোট পরীক্ষার্থী: প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার

২০১৬ সালের শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৬ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। আদালতের নির্দেশ মেনে এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি, পরীক্ষা পিছনোর আবেদন করে মামলা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে শুনানি হলেও, আদালত কোনও হস্তক্ষেপ করেনি।

সুপ্রিম কোর্টের নির্দেশে SSC ইতিমধ্যে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তালিকা প্রকাশের পর, যাঁরা ‘দাগি অযোগ্য’ হয়েও আবেদন করেছেন, তাঁদের আবেদনপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen