বাংলা-সহ ৭ ভাষার জন্য পুরস্কার ঘোষণা স্ট্যালিনের, সাহিত্য অকাদেমির বিরুদ্ধে প্রতিবাদ?

January 20, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৩:  বাংলা-সহ সাত ভাষার জন্য পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন (MK Stalin)। তিনি কি সরাসরি সাহিত্য অকাদেমির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন? ইতিমধ্যেই ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’ ঘোষণা নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। ভারতের সাহিত্য জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হল সাহিত্য অকাদেমি। কিন্তু তা ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক। দিল্লির রবীন্দ্র ভবনে পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক ডাকা হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে দেওয়া হয়। শোনা গিয়েছিল, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশেই নাকি সাংবাদিক বৈঠক বাতিল করে দেওয়া হয়েছিল।

স্বশাসিত অকাদেমিতে মোদী সরকারের ‘হস্তক্ষেপ’ নিয়ে দেশের সাহিত্যিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এবার অভিনব পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট‌্যালিন বাংলা-সহ সাতটি ভাষার জন্য জাতীয় স্তরে নতুন ‘সেম্মোঝি ইলাকিয়া ভিরুধু’ (ধ্রুপদী ভাষা সাহিত্য পুরস্কার) ঘোষণা করেছেন। পুরস্কার হিসাবে ৫ লক্ষ টাকা নগদ ও স্বাধীন বিচারকদের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’র ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে স্ট্যালিন।

মনে করা হচ্ছে, এই পুরস্কার আঞ্চলিক ভাষার সাহিত্যিকদের উৎসাহিত করবে। দেশব্যাপী হিন্দি আগ্রাসনের আবহে তামিলনাড়ুর মুখমন্ত্রী ঘোষিত এই পদক্ষেপ নতুন করে আঞ্চলিক ভাষাগুলিকে প্রতিবাদের শক্তি দেবে বলে অনেকে মনে করছেন। চেন্নাই আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে ভারত ও বিভিন্ন দেশের লেখক, প্রকাশক এবং সাহিত্যিক প্রতিনিধিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী স্ট‌্যালিন এই ঘোষণা করেন। তিনি জানান, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া এবং মারাঠি, এই সাতটি ভাষার জন্য পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ভাষার জন্য বিশিষ্ট এবং পুরস্কারপ্রাপ্ত লেখকদের একটি কমিটি গঠন করা হবে।

এতে একদিকে কেন্দ্রের হস্তক্ষেপের প্রতিবাদ হল, অন্যদিকে, আঞ্চলিক ভাষার সাহিত্যকে সম্মান দেওয়ার একটি প্রয়াস হল। শিল্প ও সাহিত্য পুরস্কারে রাজনৈতিক হস্তক্ষেপকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন স্ট‌্যালিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen