নিউটাউনে TCS-র নয়া ক্যাম্পাসে অনুমোদন রাজ্যের, ২৫ হাজার কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী

June 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩: ৫৫: নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS) নতুন দপ্তর খুলতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) যে অফিস তৈরি করছে, তার প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিল নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সবমিলিয়ে ২০ একর জমির উপরে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নয়া অফিস ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু’টি পর্যায়ে (ফেজ়) গড়ে উঠবে টিসিএসের প্রকল্প। তিনি লিখেছেন, ‘‘প্রথম পর্যায়ে, ১১তলা অফিস টাওয়ার-সহ ন’লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান সংযুক্ত হবে। যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। প্রকল্প শেষ হওয়ার পরে, ক্যাম্পাসে ২৪ লক্ষ বর্গফুট স্থান থাকবে এবং ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’’

মুখ্যমন্ত্রীর বক্তব্য, যারা বাংলাকে ক্রমাগত বদনাম করে চলেছে। যারা বাংলাকে তাচ্ছিল্যের চোখে দেখে টিসিএসের এই নতুন ভবন তাঁদের জন্য যোগ্য জবাব। সোশাল মিডিয়ায় মমতার বার্তা, “বাংলা মানেই ব্যবসা। যারা নিয়মিত বাংলাকে অপমান করেন আমরা তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম। আজ গোটা বিশ্ব আমাদের কাজের অগ্রগতিতে নজর রাখছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen