ফেব্রুয়ারির দুই তারিখ রাজ্য বাজেট, কী চমক থাকতে পারে?

January 21, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: তৃতীয় মমতা সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে আগামী ২ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। ২ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অর্ন্তবর্তী বাজেট পেশ হবে। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নতুন রাজ্য সরকার নির্বাচিত হবে। সরকার গঠনের পর ফের বাজেট পেশ হবে।

বিধানসভায় ২ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলতে পারে। এবারের বাজেটে কোন কোন ঘোষণা করতে পারে সরকার, তা নিয়ে কৌতূহল বাড়ছে। মনে করা হচ্ছে, জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেই বিশেষ জোর দিতে চলেছে রাজ্য সরকার। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানো হতে পারে। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের আগে এই শেষ অধিবেশনে শাসক-বিরোধী বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে।এসআইআর আবহেই বিধানসভার অধিবেশন বসছে, ফলে বিধানসভার অধিবেশন তপ্ত হয়ে উঠতে পারে। পাশাপাশি সরকার নতুন কোনও বিল আনে কি-না সেদিকেও নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen