রাজ্য মন্ত্রিসভার বৈঠক, প্রধান বিচারপতির শপথগ্রহণ, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, নজর কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০: *রাজ্য মন্ত্রিসভার বৈঠক*
আজ বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। নবান্নে বিকেল সাড়ে ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে নির্দেশ দিতে পারেন মমতা।
*প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত*
আজ দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত। দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন তিনি। এক বছর দু’মাস ওই পদে বহাল থাকবেন বিচারপতি সূর্য কান্ত।
*সামনে রানের পাহাড় পরীক্ষা ভারতের ব্যাটারদের*
দক্ষিণ আফ্রিকা খাড়া করেছে রানের পাহাড়। সামনে ৪৮৯ রানের লক্ষ্য। প্রথম দিনের শেষে ভারত বিনা উইকেটে ৯ রান তুলেছে। তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োটস্টার অ্যাপে।
*SSC নবম-দশমের ফল প্রকাশ*
আজ প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণির ফলাফল। এরপরই ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে SSC। নবম-দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। বিকেলের পর ফল জানা যাবে।
*অভিষেকের মেগা বৈঠক*
ভোটার তালিকা সংশোধনের কাজে গোটা দলকে মাঠে নামিয়েছে তৃণমূল। দলের নিচুতলার অবস্থান জানতে আজ বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ গুরুত্বপূর্ণ নেতারা থাকবেন। প্রায় দশ হাজার জনকে নিয়ে বৈঠক হবে বলে জানা যাচ্ছে।