বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক আয়েশা রানি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

August 15, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৫: স্বাধীনতা দিবসের সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বর্ধমানে। জানা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহি বাস। এখনও পর্যন্ত দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী গুরুতর জখম হন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকেরা ১১ জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের সকলেই বিহারের বাসিন্দা। নিহত এবং আহতদেরও বেশিরভাগই বিহারের বাসিন্দা।

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের পাশাপাশি গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া তুলনামূলক কম আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক আয়েশা রানি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই বিহারের মতিয়ার থানা চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা। গঙ্গাসাগরে স্নান সেরে তারকেশ্বর হয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen