নির্বাচনের মাধ্যমে রাজ্যের সব সমবায় সমিতিতে স্থায়ী বোর্ড গঠনে তৎপর রাজ্য

একে একে প্রতিটি সমিতিতে নির্বাচন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত সমিতিতে স্থায়ী বোর্ড গঠন সম্ভব হবে।

November 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
— প্রতিনিধিত্বমূলক ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমবায় সমিতিগুলির পরিচালনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সমিতি চললে, তবেই স্বশাসন সম্ভব। সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য। প্রতিটি সমিতিতে নির্বাচিত বোর্ড গঠন সুনিশ্চিত করতে একাধিক ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন, একে একে প্রতিটি সমিতিতে নির্বাচন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত সমিতিতে স্থায়ী বোর্ড গঠন সম্ভব হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক তথা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান স্বর্ণকমল সাহা, সমবায় সচিব কৃষ্ণা গুপ্ত, রাজ্য সমবায় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আশিস চক্রবর্তী, সিইও সঙ্গীতা সাধু-সহ সমবায় আন্দোলনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করেন স্বর্ণকমল সাহা। রাজ্য সমবায় সমিতির গুরুত্বের কথা তুলে ধরেন প্রদীপ মজুমদার। তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সমবায়ের ভূমিকা রয়েছে। সমবায় পরিচালনায় কাউকে বিরোধী বলে চিহ্নিত করা হয় না। সব প্রতিবন্ধকতা দূর করে নির্বাচনের মাধ্যমে বোর্ডের প্রতিষ্ঠা করাই লক্ষ্য রাজ্যের।

সমবায় সমিতির নির্বাচন পরিচালনা করে সমবায় নির্বাচন কমিশন। এই মুহূর্তে বাংলায় ৩২ হাজার কার্যকরী সমবায় সমিতি রয়েছে। যেগুলিতে স্থায়ী বোর্ড নেই, তার অনেকগুলিতেই নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আগামী ২৪ নভেম্বর নির্বাচন হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটির। তমলুক-ঘাটাল কোঅপারেটিভ অ্যাগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নির্বাচন ৮ ডিসেম্বর, কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ১৫ ডিসেম্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen