ব্যাঙ্কে KYC সংক্রান্ত সমস্যার ইতি টানতে আর্জি রাজ্যের

কলকাতার একটি পাঁচ তারা হোটেলে সোমবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠক হয়।

March 26, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমানে জনকল্যাণমূলক প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। সেই ক্ষেত্রে কেওয়াইসির কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে মানুষকে সমস্যায় পড়তে হয়। অবিলম্বে এই সমস্যায় ইতি টানতে রাজ্যের তরফে আর্জি জানানো হয়েছে বলেই সূত্রের খবর।

সোমবার মধ্য কলকাতার একটি পাঁচ তারা হোটেলে সোমবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) বৈঠক হয়। রাজ্যের তরফে এই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা অর্থদপ্তরের প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থসচিব প্রভাত মিশ্র, কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে, খাদ্য প্রক্রিয়াকরণ সচিব স্মারকী মহাপাত্র সহ অন্যান্যরা। বৈঠকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ঋণের হার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রত্যেকটি ব্যাঙ্ক কতৃপক্ষকে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করতে যারা ভালো কাজ করছে তাদের ঋণ দেওয়ার হার আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen