দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুন, নিরাপত্তা ঘাটতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১:৩০: কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চত্বরে শুক্রবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। টিকিট কাউন্টারের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক স্কুলপড়ুয়া ছাত্র। অভিযোগ, সহপাঠীর সঙ্গে বচসার জেরে ছুরি হামলায় প্রাণ হারায় ওই ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ছাত্রটি শ্যামবাজার থেকে মেট্রোতে উঠেছিল তার কয়েকজন সহপাঠীর সঙ্গে। ট্রেন চলাকালীন কোনও কারণে শুরু হয় তর্কাতর্কি, যা গড়ায় হাতাহাতিতে। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছনোর পরই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে মেট্রো স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিত্যযাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, স্টেশনে নিরাপত্তারক্ষীরা প্রায়শই মোবাইলে ব্যস্ত থাকেন, নজরদারির অভাব রয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপ দে বলেন, “ছেলেটাকে তো সঙ্গে সঙ্গে ছুরি মারা হয়নি, তার আগে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। তখন নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন?” আরও এক যাত্রী দীপক গোয়েঙ্কার অভিযোগ, “নিরাপত্তার দায়িত্বে থাকা অনেককেই দেখি নিজেদের কাজে ব্যস্ত থাকতে। মোবাইলে মগ্ন থাকেন, যাত্রীদের দিকে নজরই দেন না।” একই সুরে শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “এমন ঘটনায় আমরা আতঙ্কিত। স্টেশনে যদি এমন হয়, তাহলে রাস্তায় কী হবে?”
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, তবে তদন্ত চলছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। তাঁদের দাবি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।