সারেঙ্গাবাদে দাদা সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বোন তনিমা চট্টোপাধ্যায়

মূর্তির আবরণ উন্মোচন করেন আদ্যপীঠের প্রধান মুরালভাই মহারাজ

February 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এখানে এই শিবমন্দির প্রাঙ্গণে দাদার হাত ধরে এসেছি অন্নপূর্ণা পুজোয়, এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। কিন্তু সেইখানে দাদার পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন অনুষ্ঠান হাজির হয়ে তাঁর কথা বলতে হবে, এটা কখনও ভাবিনি। শুক্রবার সন্ধ্যায় মহেশতলা ও বজবজের প্রান্তসীমা সারেঙ্গাবাদে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে একথা বললেন তাঁর বোন তনিমা চট্টোপাধ্যায়। 

তিনি এদিন বলেন, জন্মভিটে সারেঙ্গাবাদের জন্য দাদা নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এখানকার মানুষ দাদার প্রথম মূর্তি তৈরি করে বসালেন। এদিন মূর্তির আবরণ উন্মোচন করেন আদ্যপীঠের প্রধান মুরালভাই মহারাজ। তিনি বলেন, সুব্রতবাবা আমাদের অনাথ বাচ্চাদের জন্য যা করে গিয়েছেন, তা ভোলা যাবে না। তবে, তিনি এত দ্রুত চলে যাবেন ভাবিনি। এদিন বজবজের বিধায়ক অশোক দেব সহ অনেকে সুব্রতবাবুর কর্মজীবন ও উদার রাজনৈতিক ভাবনার কথা বলেন। এদিন এই অনুষ্ঠানের আয়োজক ছিল শিবমন্দির কমিটি ও সারেঙ্গাবাদ মিলন সঙ্ঘ। উল্লেখ্য, এটি সুব্রতবাবুর হাতেই তৈরি ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen