Sudan Landslide: মাটির নিচে চাপা পড়ল গোটা গ্রাম, হাজার ছাড়াল মৃতের সংখ্যা

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ৩১ আগস্ট মারা মাউন্টেনস এলাকায় এই ধস নামে। বৃষ্টিজনিত ভূমিধস মুহূর্তে গ্রামটিকে গ্রাস করে নেয়।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৫: আফ্রিকার সুদানে আবারও মৃত্যুর মিছিল। প্রবল বর্ষণের পর ধস নেমে এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল পশ্চিম সুদানের দারফুর অঞ্চলের পাহাড়ি গ্রাম তারাসিন। বিদ্রোহী গোষ্ঠী (Rebel Group) সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। পুরো গ্রাম থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে মাত্র একজনকে।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ৩১ আগস্ট মারা মাউন্টেনস এলাকায় এই ধস নামে। বৃষ্টিজনিত ভূমিধস (Sudan Landslide) মুহূর্তে গ্রামটিকে গ্রাস করে নেয়। স্থানীয়ভাবে লেবু উৎপাদনের জন্য পরিচিত এই এলাকা এখন শুধু ধ্বংসস্তূপ। মৃতদেহ উদ্ধারের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে জরুরি সহায়তা চাওয়া হয়েছে।

দারফুরের গভর্নর মিন্নি মিন্নাউই একে আখ্যা দিয়েছেন ‘মানবিক ট্র্যাজেডি’ হিসেবে। তাঁর কথায়, “এত বড় বিপর্যয় আমাদের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক সংস্থাগুলির অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।”

উল্লেখ্য, চলমান গৃহযুদ্ধের কারণে ওই অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। সেনা ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর রক্তক্ষয়ী সংঘর্ষে দেশজুড়েই মানবিক সংকট তৈরি হয়েছে। তার মধ্যেই এই ভূমিধস বিপর্যয় পরিস্থিতিকে আরও গম্ভীর করল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen