ব্যস্ত সময়ে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস ফেরত যাত্রীদের চরম ভোগান্তি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: অফিস ফেরার ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাটের শিকার হলেন যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী) স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে দীর্ঘক্ষণ বিপর্যস্ত থাকে ব্লু লাইনের মেট্রো পরিষেবা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন। চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পরপরই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু হয়। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল রাখা হয়েছিল। অফিস ছুটির সময়ে এই বিভ্রাটের ফলে এসপ্ল্যানেড, সেন্ট্রাল, চাঁদনী চকের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় উপচে পড়ে। চরম হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় প্রান্তিক স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু হয়।