তীব্র দাবদাহের জেরে এগিয়ে এল Summer Vacation, কবে থেকে পড়ছে গরমের ছুটি?
তীব্র গরমের হাতে থেকে পড়ুয়াদের রেহাই দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্যালেন্ডার বলছে সবে এপ্রিলের তিন তারিখ কিন্তু এর মধ্যে তীব্র গরমে নাজেহাল বাংলার মানুষ। মার্চের শেষ থেকেই ব্যাটিং শুরু হয়েছে গ্রীষ্মের। তাপমাত্রা বেড়েই যাচ্ছে। তীব্র গরমের হাতে থেকে পড়ুয়াদের রেহাই দিতে আগামী ৩০ এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গরম বেশি। তাই ৩০ এপ্রিল থেকে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে যাবে। আগে মে মাসে ছুটি পড়ত। এখন গরমটা বেশি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীও জানিয়েছে ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে।”