স্বাধীন ভারতের প্রথম নাগরিক হিসেবে নাইটহুড প্রাপ্তি সুনীল ভারতী মিত্তলের
ভারত-ইংল্যান্ড বাণিজ্য সম্পর্কে বিশেষ অবদানের জন্য এ সম্মান পেলেন সুনীল।
March 3, 2024
|
< 1 min read
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্মানিক নাইটহুড পেলেন ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। স্বাধীন ভারতের প্রথম নাগরিক হিসেবে তাঁকে এই খেতাব দিলেন রাজা তৃতীয় চার্লস।
খেতাবটির নাম Knight Commander of the Most Excellent Order of the British Empire, নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বিদেশি নাগরিকদের এই পুরস্কার দেয় ব্রিটেন। ভারত-ইংল্যান্ড বাণিজ্য সম্পর্কে বিশেষ অবদানের জন্য এ সম্মান পেলেন সুনীল।