Super Cup 2025-26: গ্রুপ পর্বেই কলকাতা ডার্বি, একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: অবশেষে এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬ এর গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি আই-লিগের সেরা দলগুলিও অংশগ্রহণ করবে। মোট চারটি গ্রুপে ১৬টি দলকে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।
গ্রুপ ‘এ’ বেশ শক্তিশালী হয়েছে,এই গ্রূপকে কে ধরা হচ্ছে “গ্রুপ অব ডেথ” যেখানে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে। তাদের সঙ্গে আছে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইয়িন এফসি, এবং আই-লিগের চ্যালেঞ্জিং দল রিয়াল কাশ্মীর এফসি। এই গ্রুপের ম্যাচগুলো ঘিরে সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে, বিশেষ করে কলকাতা ডার্বির লড়াইয়ের কারণে।
গ্রুপ ‘বি’ তে আছে এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এবং নতুন সংযোজন ইন্টারকাশি। এই গ্রুপে সমান শক্তির দল থাকায় প্রতিযোগিতা বেশ জমজমাট হবে বলে মনে করা হচ্ছে।
গ্রুপ ‘সি’ তে রয়েছে বেঙ্গালুরু এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, পঞ্জাব এফসি, এবং গোকুলাম কেরালা এফসি।
গ্রুপ ‘ডি’ এখানে রয়েছে মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দরাবাদ এফসি, এবং রাজস্থান ইউনাইটেড এফসি।
প্রতি গ্রূপের শীর্ষ দল চলেযাবে সরাসরি সেমি-ফাইনালে।