ক্রিকেটপ্রেমীদের জন্য সুপার সানডে! ১৫ ফেব্রুয়ারি একই দিনে দু’বার মুখোমুখি ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫১: দুই মাসের বিরতির পর ফের একই দিনে দুইবার জ্বলে উঠতে চলেছে ভারত-পাকিস্তান ক্রিকেটের চিরাচরিত উত্তাপ। আগামী ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও মহিলা দুই বিভাগেই মুখোমুখি হবে দুই দেশ, তাও আবার ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত ম্যাচে। সিনিয়র পুরুষ ভারতীয় দল কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নামবে, আর সেই একই দিনে থাইল্যান্ডের ব্যাংককে মুখোমুখি হবে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ মহিলা দল।
সোমবার, ১৯ জানুয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে উইমেন্স রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এর সূচি। এটি এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ, যা আগে উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ নামে পরিচিত ছিল। ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, সব ম্যাচই হবে ব্যাংককে। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে পূর্ণ সদস্য দেশগুলির ‘এ’ দল এবং সহযোগী দেশগুলির সিনিয়র দল।
পুরুষদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মতোই, মহিলা বিভাগেও একই গ্রুপে রাখা হয়েছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলকে। গ্রুপ ‘এ’-তে তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, মালয়েশিয়া ও আয়োজক থাইল্যান্ড।
১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’-এর অভিযান। ভারত খেলবে নেপালের বিরুদ্ধে, আর পাকিস্তান মুখোমুখি হবে ইউএই-এর। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টায় (ভারতীয় সময় ১২:৩০)। ওই দিন সন্ধ্যা ৭টায় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচরয়েছে।
গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে (২০ ফেব্রুয়ারি), ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি। একই দিনে সিনিয়র ভারতীয় মহিলা দলও ব্যস্ত থাকবে, অস্ট্রেলিয়া সফরের প্রথম ওডিআই খেলতে নামবে সিডনিতে। একদিনে তিনটি ভারতীয় দলের অ্যাকশনে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে জমজমাট ১৫ ফেব্রুয়ারি।