রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে প্রয়াত জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন দেব?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: ১৯ সেপ্টেম্বর, শুক্রবার প্রয়াত হয়েছেন অসমের খ্যাতনামা শিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। অসমিয়া, বাংলা, হিন্দি-সহ একাধিক উপজাতি ভাষায় প্রায় চল্লিশ হাজারেরও বেশি গান উপহার দিয়েছেন তিনি। সংগীতজগতের এই নক্ষত্র পতনে বাকরুদ্ধ অনুরাগী থেকে শুরু করে শিল্পী মহল।
প্রয়াণের দিন টলিউডের বহু শিল্পী শ্রদ্ধা জানান জুবিনকে। নিজের মতো করে শ্রদ্ধা জানান সুপারস্টার দেবও। ঠিক তাঁর নতুন ছবি রঘু ডাকাত-এর ট্রেলার লঞ্চের দিনেই এই শোকঘটনা ছাপ ফেলে যায় অনুষ্ঠানে। দেবের রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো একাধিক ছবিতে কণ্ঠ দিয়েছিলেন জুবিন গর্গ। ‘মন মানে না’, ‘আয়না মন ভাঙা আয়না’- এমন বহু গান অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছে। ফলে ট্রেলার লঞ্চের মঞ্চে তাঁকে স্মরণ করাই ছিল স্বাভাবিক।
এদিন নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য ও নীলায়ন চট্টোপাধ্যায়। গানে গানে জুবিনকে স্মরণ করলেন তাঁরা। তাঁদের কথায়, “জুবিনের চলে যাওয়া আকস্মিক। আমরা এই ঘটনা এখনও মন থেকে মানতে পারছি না। জুবিন রকস্টারের মতো বাঁচবে।”
মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২ বছর। বলিউড সূত্রে জানা গিয়েছে, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আচমকাই সমুদ্রে পড়ে যান এবং দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকেন। পরে সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। আইসিইউতে রাখা হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।