শাহরুখের পরবর্তী অ্যাকশন ছবি করণের সাথে?

সিনেমাপ্রেমীরা আবার এই জুটির কাজ পর্দায় দেখতে মুখিয়ে থাকেন ।

January 6, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক করণ জোহরের বন্ধুত্বর কথা সকলেই জানেন । সিনেমাপ্রেমীরা আবার এই জুটির কাজ পর্দায় দেখতে মুখিয়ে থাকেন । এই জুটির ছবিগুলো হল-‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’। প্রত্যেক সিনেমাই ক্লাসিক এবং ব্লকবাস্টার। শাহরুখ খানের সঙ্গে করণ জোহর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে অভিনয়ও করেছেন।

সূত্রের খবর, ১৩ বছর পর ফের জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-করণ। শোনা যাচ্ছে করণ জোহরের এই ছবিটি অ্যাকশনে ভরপুর হতে চলেছে।

করণ জোহর মূলত পারিবারিক ও রোমান্টিক সিনেমা তৈরি করেন। এই প্রথম তিনি অ্যাকশন সিনেমা বানাতে চলেছেন। সুপারস্টার শাহরুখ খান গত বছর দুটি অলটাইম ব্লকবাস্টার ছবি উপহার দেন – Pathaan ও Jawan। ছবি দুটিই অ্যাকশন সিনেমা। অন্যদিকে করণ জোহরের Rocky Aur Rani Kii Prem Kahaani সুপারহিট হয় বক্স অফিসে গত বছর। সিনেমাপ্রেমীরা অপেক্ষা করছে দুই সুপারস্টার জুটির সিনেমা কবে পর্দায় আসবে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen