বড় অভিযোগ গুজরাটে মুকেশ আম্বানির বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’র বিরুদ্ধে
আম্বানিদের ‘বনতারা’র বিরুদ্ধে অভিযোগ উঠছে, বন্য পশুপাখীদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। তাদের নিয়ে আসার ক্ষেত্রেও আর্থিক নিয়ম মানা হয়নি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৪: আইন-কানুন বিশেষ না মেনেই দেশ এমনকী বিদেশ থেকে পশুপাখি সংগ্রহ করা হয়েছে। এমনই বড় অভিযোগ গুজরাটে মুকেশ আম্বানির বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’র বিরুদ্ধে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সোমবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সুপ্রিম কোর্ট। তদন্তকারী দলের মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্তি চেলমেশ্বর। তা ছাড়াও উত্তরাখণ্ড এবং তেলঙ্গানা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাঘবেন্দ্র চৌহান রয়েছেন এই দলে। সিট-এর অন্য দুই সদস্যের এক জন আইপিএস আধিকারিক, অন্য জন আইআরএস আধিকারিক।
আম্বানিদের ‘বনতারা’র বিরুদ্ধে অভিযোগ উঠছে, বন্য পশুপাখীদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। তাদের নিয়ে আসার ক্ষেত্রেও আর্থিক নিয়ম মানা হয়নি। পাশাপাশি ভারতের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে নিয়ম ও বিরল প্রাণী সংরক্ষণ করা নিয়ে আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে তাও মানা হয়নি আম্বানিদের তরফে। এমনকী বনতারায় জলের অপব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। নিজেদের দাবির সমর্থনে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে এমনটাই দাবি করেন মামলাকারীরা।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ‘বনতারা’ কর্তৃপক্ষের তরফেও। তাতে জানানো হয়েছে, ‘বনতারা’ স্বচ্ছতা এবং আইন মেনে চলতে দায়বদ্ধ। তাঁদের লক্ষ্যই হল প্রাণীদের উদ্ধার করে তাদের পুনর্বাসন দেওয়া ও সম্পূর্ণ যত্ন নেওয়া। বিশেষ তদন্তকারী দলের সঙ্গে তারা সহযোগিতা করবে।পাশাপাশি নিজেদের কাজ গুরুত্ব সহকারে পালন করবে। এই নিয়ে অযথা গুজব না রটানোরও অনুরোধ করেছে ‘বনতারা’ কর্তৃপক্ষ।