বিস্তারিত শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেবে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ১৫ মে
বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার ছিল হাই ভোল্টেজ ওয়াকফ মামলার শুনানি। সংশোধিত আইনের বিশেষ কিছু ধারায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশে দেয় কিনা শীর্ষ আদালত, সেদিকে নজর ছিল গোটা দেশের। যদিও আপাতত কেন্দ্রের আর্জি মেনে কোনও নির্দেশিকাই দিল না আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। সেই কারণেই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৫ মে, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে।
সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল। এর আগে গত শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল, যে যে বিষয়ে বেঞ্চ উদ্বেগ প্রকাশ করেছে, সংশোধিত ওয়াকফ আইনের সেই দুটি মূল বিধি স্থগিত রাখা হবে। গত ১৭ এপ্রিল কেন্দ্র শীর্ষ আদালতকে জানিয়েছিল, ওয়াকফ সম্পত্তি ‘ওয়াকফ বাই ইউজার’-সহ অন্য কোনও ওয়াকফ সম্পত্তির বিজ্ঞপ্তি জারি করা হবে না এবং আগামী ৫ মে পর্যন্ত সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে কোনও নিয়োগ করা হবে না।
পশ্চিমবঙ্গ সরকার নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে একটি আবেদন দাখিল করেছিল কারণ এটি রাজ্যের ক্ষমতা খর্ব করছে। তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের পক্ষে, ডেরেক ও’ব্রায়েন এবং কাকোলি ঘোষ দস্তিদারও এই আইনকে চ্যালেঞ্জ করে একটি আবেদন দাখিল করেছেন। এদিন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের বলেন, সংসদিয় কমিটিতে ওয়াকফ বিল নিয়ে যে আলোচনা হয়েছে তা একপ্রকারের আইওয়াশ ছিল। কারণ, সেখানে বিরোধীদের পক্ষ থেকে দেওয়া নোটগুলিকে গুরুত্বই দেওয়া হয়নি।