বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, ঠাঁই হতে পারে সূর্যর!

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

November 23, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আগামী ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। রবীন্দ্র জাদেজার চোট এখনও না সারায় বাংলাদেশের টেস্ট সিরিজ থেকে বাদ পড়তে পারেন তিনি। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দুরন্ত ছন্দে আছেন সূর্য। দেশের হয়ে ১৩টি ওয়ানডে, ৪২টি টি টোয়েন্টি খেলেছেন তিনি। বর্তমানে টি টোয়েন্টি-তে আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে সূর্য। তাই তাঁকে টেস্ট সিরিজে রাখার চিন্তাভাবনা করছেন টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে দু’ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াতে থাকবেন রোহিত শর্মা, শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা/সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রিকর ভরত, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen