শুরু রাজ্যসভার ভোটের প্রস্তুতি, বিধানসভায় মনোনয়ন জমা দিলেন কারা?
মঙ্গলবার রাজ্য বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সুকুমার রায়ের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব ও নাদিমুল হক
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার পাঁচ আসনে ভোট, ইতিমধ্যেই ঘোষিত হয়েছে প্রার্থী। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়া। মঙ্গলবার তৃণমূলের দুই প্রার্থী ও বিজেপির এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সুকুমার রায়ের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব ও নাদিমুল হক। জানা গিয়েছে তৃণমূলের অন্য দুই প্রার্থী সাগরিকা ঘোষ ও মমতাবালা ঠাকুর, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।
সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকারের মহিলা সংরক্ষণ আইন কবে বাস্তবায়ন হবে, তা কেউ জানে না। সেখানে তৃণমূল নেত্রী, চারটি আসনের মধ্যে তিনজন মহিলা প্রার্থী দিলেন। তৃণমূলের নাদিমুল হক এই নিয়ে তৃতীয়বার রাজ্যসভায় যাচ্ছেন। অন্যদিকে, মঙ্গলবার বিধানসভায় রিটার্নিং অফিসারের অফিসে যান বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।