সামনে আসছে কয়েকশ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, কাঠগোড়ায় এই প্রাক্তন মন্ত্রী

পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে সভায় জেলা তৃণমূলের অন্যতম কো অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি এই অভিযোগ করেন।

December 27, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
শুভেন্দু অধিকারী

রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা দুর্নীতির (scam)অভিযোগ সামনে আসছে । সূত্রের খবর, শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল নাকি সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) রামনগরে(Ramnagar) প্রকাশ্যে সভায় জেলা তৃণমূলের(TMC) অন্যতম কো অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি(Akhil Giri) এই অভিযোগ করেন।

শুধু পরিবহণ দফতরের কেলেঙ্কারি নয় তৃণমূলনেতা অখিল গিরী নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে আরও নানা অভিযোগে সরব হন। তাঁর মন্তব্য, ”অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছ। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে।” অখিলবাবু আরও বলেন, ”তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দল তোমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছ।”

উল্লেখযোগ্য, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর জানা গেছে যে মন্ত্রী থাকাকালীনই তিনি তলতলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ২০১৯এ এক বিজেপি প্রার্থীকে জেতাতে বিশেষ ভূমিকা নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen