স্বাস্থ্যসাথীর টাকা ফুরালেও সরকারি ক্ষেত্রে চিকিৎসা বিনামূল্যেই

সম্প্রতি রাজ্য এক নির্দেশনামায় সরকারি হাসপাতালের ইন্ডোরে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা সরকারি স্বাস্থ্যবিমা কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে

November 15, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও সরকারি হাসপাতালে রোগীরা সম্পূর্ণ নিরখচায় চিকিৎসায় পাবেন। এনিয়ে যেন কোনও সংশয় না থাকে। রবিবার এক অনুষ্ঠানে এই কথা স্পষ্ট করে দেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী।

সম্প্রতি রাজ্য এক নির্দেশনামায় সরকারি হাসপাতালের ইন্ডোরে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী বা সরকারি স্বাস্থ্যবিমা কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে। স্বভাবতই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, এক্ষেত্রে কি তাহলে সরকার নিখরচায় চিকিৎসার ঘোষিত নীতি থেকে সরে এল? স্বাস্থ্যসাথী বিমার পাঁচ লক্ষ টাকা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে শেষ হয়ে গেলে, তখন?

এদিন নিজের উত্তরে এই দ্বিধা কাটিয়ে দেন অজয়বাবু। বলেন, সরকারি ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করার বহু কারণ রয়েছে। আমরা এর মাধ্যমে মানুষের বয়স, লিঙ্গ, এলাকা, রোগ ব্যাধির চরিত্র সহ বিভিন্ন বিষয় এর মাধ্যমে আমরা লিপিবদ্ধ করতে চাইছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen