বর্জ্য থেকে পুজো মণ্ডপেই তৈরি হবে জ্বালানি! পরিবেশবান্ধব দুর্গোৎসবের আয়োজন টালা প্রত্যয়ের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:১৫: দুর্গাপুজোয় আলো আর সাজসজ্জার পাশাপাশি বারবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় মণ্ডপ চত্বরে জমে থাকা আবর্জনা। সেই সমস্যারই অভিনব সমাধান খুঁজেছে উত্তর কলকাতার জনপ্রিয় টালা প্রত্যয়। এ বছর তাদের ভাবনা, শূন্য বর্জ্যের দুর্গোৎসব।
মণ্ডপ (Durga Puja Pandal) প্রাঙ্গণেই বসানো হয়েছে একটি ওয়েস্ট-টু-ফুয়েল ইউনিট (Waste-to-Fuel Unit), যেখানে খাবার, প্লাস্টিক, ফুল থেকে শুরু করে যাবতীয় বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে সলিড ফুয়েল (Solid Fuel)। কয়লা বা কাঠের মতোই কার্যকর এই জ্বালানি হবে পরিবেশবান্ধব। এমনকি খাবারের বর্জ্যের আর্দ্রতা থেকে আলাদা করা হবে ব্যবহারযোগ্য জল।
কয়েক টন বর্জ্য প্রক্রিয়াকরণের লক্ষ্যে প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র। সফল হলে শহরের বাইপাস বা হাইওয়ের ধারে এ ধরনের যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। এতে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য নিয়ে যাওয়ার ঝক্কি কমবে, সময় ও খরচও বাঁচবে। মেয়রের কথায়, এই প্রক্রিয়ায় তৈরি কয়লা ব্যবহার করা যাবে বিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট কারখানা ও নানা শিল্পক্ষেত্রে।
টালা প্রত্যয়ের উদ্যোক্তাদের বক্তব্য, এই প্রয়াস দেখিয়ে দেবে যে উৎসব মানেই প্রকৃতির ক্ষতি নয়। প্রযুক্তির ব্যবহার করে পরিবেশবান্ধবভাবে দুর্গোৎসব আয়োজন সম্ভব। বর্জ্য থেকে পরিচ্ছন্ন শক্তি তৈরি, পুনর্ব্যবহার এবং মণ্ডপ চত্বরকে স্বাস্থ্যকর রাখার মাধ্যমে তারা দায়িত্বশীল উদযাপনের এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলতে চান।