চাপের কাছে নতিস্বীকার? রবিবার মহিলা সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক তালিবান সরকারের বিদেশমন্ত্রীর

October 13, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৯: রবিবার নতুন করে সাংবাদিক বৈঠক করলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে একেবারে সামনের সারিতে থাকলেন মহিলা সাংবাদিকরা।

তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের জন্য ভারত সফরে এসেছেন। গত শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। কোনও মহিলা সাংবাদিককে ডাকা হয়নি সেখানে। আফগানিস্তানে মহিলাদের নিয়ে নানান ‘কড়া’ নীতি চাপিয়ে রেখেছে তালিবান সরকার। কিন্তু তা ভারতে কেন প্রযোজ্য হবে? শনিবার তীব্র সমালোচনার মুখে পড়েন মুত্তাকি। তালিবান সরকারের এহেন আচরণকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে সরব হয় এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হন বিরোধীরা। রবিবার ড্যামেজ কন্ট্রোলে নামে তালিবান সরকার।

সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতির কারণ নিয়ে সাফাই দেওয়ার চেষ্টাও করেন মুত্তাকি। তিনি জানান, আগের দিন কম সময়ের মধ্যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল। ‘টেকনিক্যাল’ সমস্যার জন্য নাকি মহিলা সাংবাদিকদের ডাকা সম্ভব হয়নি। তাঁদের কাছে যে সাংবাদিকদের নামের তালিকা ছিল, সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়। আর কোনও উদ্দেশ্য ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen