Tamil Nadu: ‘থালাপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩১, আহত বহু

September 27, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: তামিলনাড়ুর কারুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। অভিনেতা তথা সদ্য রাজনীতিতে নাম লেখানো ‘থালাপতি’ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে এ পর্যন্ত প্রাণ হারালেন অন্তত ৩১ জন কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে অন্তত ৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও প্রশাসনকে।
শনিবার বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজগম (TVK)-এর উদ্যোগে ওই জনসভায় হাজির হয়েছিলেন প্রায় ১০ হাজার মানুষ। বিপুল ভিড়ের চাপে শ্বাসরোধ ও পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। হুড়োহুড়ির মধ্যেই এক ন’বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজয় নিজেই সভামঞ্চ থেকে পুলিশ ও প্রশাসনকে তার খোঁজে নামতে অনুরোধ করেন।

অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে মাঝপথে বক্তৃতা থামাতে বাধ্য হন বিজয়। আহতদের প্রাথমিকভাবে জল খাইয়ে সেবা করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স। অনেককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিনের সভায় ক্ষমতাসীন ডিএমকে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজয়। প্রাক্তন মন্ত্রী সেন্টিল বালাজিকে উদ্দেশ করে তিনি বলেন, কারুরে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি ডিএমকে। পাশাপাশি বিজয়ের দাবি, আগামী ছয় মাসে তামিলনাড়ুর রাজনৈতিক পালাবদল ঘটবেই।

 

প্রসঙ্গত, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে প্রতিটি সভাতেই বিপুল জনসমাগম হচ্ছে বিজয়ের। শনিবারের সভাও তার ব্যতিক্রম ছিল না। তবে এ দিনের মর্মান্তিক ঘটনা গোটা রাজ্যকে নাড়া দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen