অতিরিক্ত চাপ, SIR-র কাজ বয়কট তামিলনাড়ুর রাজস্ব কর্মচারীদের

November 18, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৬: মঙ্গলবার থেকে SIR-র কাজ বয়কট করলেন তামিলনাড়ুর রাজস্ব কর্মচারীরা। সে রাজ্যের রাজস্ব দপ্তরের কর্মচারীদের অভিযোগ, মাত্রাতিরিক্ত কাজের চাপে তাঁরা নাজেহাল। লোকবল ও যথাযথ প্রশিক্ষণের অভাবের অভিযোগও আনছেন BLO-র দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

এমনই একাধিক অভিযোগ তুলে SIR-র কাজ বয়কট করার সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর রাজস্ব দপ্তরের কর্মচারীরা। ‘ফেডারেশন অফ রেভেনিউ অ্যাসোসিয়েশনস অফ তামিলনাড়ু’ আজ, মঙ্গলবার থেকে বয়কট কর্মসূচি নিয়েছে। ওই সংগঠনের নেতা জানান, তাঁরা মঙ্গলবার থেকে SIR সংক্রান্ত কোনও কাজে থাকবেন না।

তামিলনাড়ুর সরকারি কর্মীদের অভিযোগ, কাজের চাপে তাঁরা নাজেহাল। লোকবল বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল, সোমবার সন্ধ্যায় সংগঠনের সদস্যেরা তামিলনাড়ুর ৩২টি জেলার জেলাশাসককে স্বারকলিপি দিয়ে নিজেদের দাবিদাওয়ার কথা তুলেও ধরেন। রাজ্যের প্রতিটি জেলা সদরে বিক্ষোভও দেখান।

সদ্য কেরলে এক BLO কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। অত্যাধিক কাজের চাপের অভিযোগ জানিয়েছেন বাংলার BLO-রাও। কয়েক জন কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ। পূর্ব বর্ধমানের মেমারিতে ফর্ম বিলির সময় নমিতা হাঁসদা নামের এক BLO-র মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen