CPI(M): গ্লাসে মদ, পাশে ধর্ষণে অভিযুক্ত: সুজন-ঘনিষ্ঠ নেত্রীর ছবিতে বিতর্ক

ছবিতে তনুশ্রীর পাশেই বসা যুব নেতা অভিনন্দন দত্তগুপ্ত, যিনি মধ্য যাদবপুর এরিয়া কমিটির (area committee) সদস্য এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।

June 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম (CPIM) কমিটির সদস্য তনুশ্রী মণ্ডল এবার বিতর্কের কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হওয়া একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে হাতে মদের গ্লাস ও মুখে সিগারেট (cigarette), এবং পাশে বসে পার্টির অপর এক যুব নেতা, যিনি বর্তমানে ধর্ষণের (rape) মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। স্বাভাবিকভাবেই সেই ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

রবিবার তৃণমূল (TMC) নেতা মৃত্যুঞ্জয় পাল এই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে কটাক্ষ করেন সিপিএমকে। তিনি জানান, যেখানে সিপিএম আজ রাজ্য বিধানসভায় একটিও আসন জিততে পারেনি, সেখানে তাদের নেত্রীদের মদের আসরে মগ্ন থাকা রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকেই এক্সপোজ করে। তিনি দাবি করেছেন, দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের দলীয় সাংগঠনিক ভিত্তি যখন প্রায় নেই বললেই চলে, সেই সময়ে নেতারা সামাজিক দায়বদ্ধতা না মেনে ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে পার্টি করছেন।

ছবিতে তনুশ্রীর পাশেই বসা যুব নেতা অভিনন্দন দত্তগুপ্ত, যিনি মধ্য যাদবপুর এরিয়া কমিটির (area committee) সদস্য এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। (এই ছবির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)। মৃত্যুঞ্জয়ের অভিযোগ, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বামেদের তরফে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও লিখেছেন যে, মদ্যপান করা না করা ব্যক্তিগত পছন্দের বিষয় হলেও, একজন মহিলা নেত্রীর এমন একজন অভিযুক্তের সঙ্গে একই জায়গায় মদ্যপান করায় সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন উঠছে।

ঘটনার পরেও এখনও পর্যন্ত সিপিএম নেতৃত্বের (CPIM leadership) পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। বরাবরের মতো, এই বিতর্কেও মুখে কুলুপ এঁটেছে রাজ্য বাম নেতৃত্ব।

দলের অন্দরমহলে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে, কারণ তনুশ্রী মণ্ডল ও অভিনন্দন দত্তগুপ্ত, দু’জনেই সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাই দলের নীরবতা ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen