তমোঘ্নর বদলে দলবদলু তাপসকে বড় দায়িত্ব, কী অভিযোগ উত্তর কলকাতা জেলা BJP-র সভাপতির বিরুদ্ধে?
বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষকে সরিয়ে উত্তর কলকাতার ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৫: গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষকে। বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হরিয়ানা ভবনে তাপস রায়ের উপর দায়িত্ব দেওয়া। উত্তর কলকাতার জেলার ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হল তাপস রায়কে।
উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে দায়িত্ব না দিয়ে তাপস রায়কে দায়িত্ব দেওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তর কলকাতা বিজেপিতে কোন্দল শুরু হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে অন্তর্ঘাতের অভিযোগ রয়েছে তমোঘ্নের বিরুদ্ধে। বিজেপির অন্দরের খবর, উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বিরুদ্ধে। সবদিক খতিয়ে দেখেই তাঁকে দায়িত্ব না-দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে পদ্মের প্রার্থী হন তাপস রায়। জেলা সভাপতি তমোঘ্ন ঘোষকে ছেড়ে দলবদলু তাপসকে কেন এ দায়িত্ব দেওয়া হল? দ্বন্দ্ব চরমে উঠেছে উত্তর কলকাতা বিজেপির অন্দরে। তাপস ও তমোঘ্ন দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যেও কোন্দলের আবহ। আদি বিজেপি নেতৃত্বের একাংশ তাপস রায়ের দলে আসা, টিকিট পাওয়া ভাল চোখে দেখেনি। তারপরেও তিনি উত্তর কলকাতা ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব পাওয়ার আদি কর্মীরা ক্ষিপ্ত। দলের অন্তর কলহ মিটিয়ে বার বার একসঙ্গে সাংগঠনিক কাজে যোগ দেওয়ার নির্দেশ দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু আদি-নব্য দ্বন্দ্ব পিছু ছাড়ছে না। তাপস-তমোঘ্নর কোন্দল কোন পথে যায়, সেদিকেই নজর থাকবে।