শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ছে আরও ৭ দিন! নতুন বিজ্ঞপ্তি SSC-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: নতুন করে শিক্ষক নিয়োগের (Teachers Recruitment) আবেদনের সময়সীমা আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) অর্থাৎ এসএসসি (SSC)। আগে যেখানে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ জুলাই, সেখানে তা বাড়িয়ে করা হলো ২১ জুলাই অবধি। এসএসসি সূত্রে খবর, বিভিন্ন কারণেই অনেক চাকরিপ্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চলতি বছরের ১৬ জুন থেকে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করে এসএসসি। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষের বেশি আবেদন (Application) জমা পড়েছে। তবে এই আবেদন প্রক্রিয়ার মাঝপথে চারদিন মতো পোর্টাল বন্ধ ছিল প্রযুক্তিগত সমস্যার কারণে । এই সময়ের মধ্যে বহু প্রার্থী আবেদন করতে পারেননি বলে অভিযোগ। এছাড়াও, রাজ্য সরকার (State government) সুপ্রিম কোর্টে (Supreme Court) শিক্ষক প্যানেল বাতিল সংক্রান্ত রিভিউ পিটিশনও দায়ের করেছে, যার শুনানি হওয়ার কথা জুলাইয়ের শেষের দিকে। সব মিলিয়ে সব পরিস্থিতি বিবেচনা করেই এই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।
প্রসঙ্গত কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ২৫,৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরই সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয় যে তাঁদের নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তিতেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
ইতিমধ্যেই সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এসএসসি-র তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং যোগ্য প্রার্থীরা সময়মতো আবেদন করতে পারেন, সেই লক্ষ্যেই পোর্টালের সময়সীমা বাড়ানো হয়েছে।