ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা

September 25, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: ভারতের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। এই সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে থাকছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র করা সিরিজে নেতৃত্ব দেওয়ার পর গিলের হাতেই আবারও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো। নিয়মিত সহ-অধিনায়ক ঋষভ পন্ত চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না। তিনি ইংল্যান্ড সিরিজে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রবীন্দ্র জাদেজা।

উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল ও এন জগদীশন। জসপ্রীত বুমরাহ ফিরেছেন দলে, যা ভারতীয় বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। তবে শ্রেয়স আইয়ার ছয় মাসের লাল বলের ক্রিকেট থেকে বিরতির কারণে এই সিরিজে খেলছেন না।

 

 

দুই ম্যাচের সিরিজটি শুরু হবে ২ অক্টোবর আমেদাবাদে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় টেস্ট হবে ১০ থেকে ১৪ অক্টোবর দিল্লিতে। এই সিরিজটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং আগামী দিনের প্রস্তুতির বড় মঞ্চ।

ভারতীয় স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং এন জগদীশন।

 

এই সিরিজে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে, যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen