India Vs New Zealand: রায়পুরে সিরিজের ব্যবধান বাড়াতে পারবেন সূর্য কুমাররা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সূর্য কুমাররা। আজ, শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভাল শুরু করেও একদিনের সিরিজ টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে হেরে যায়। টি-২০ সিরিজে কিউইদের
প্রতিশোধ নিতে মরিয়া গম্ভীর ব্রিগেড।
ফেব্রুয়ারির শুরুতে টি-২০ বিশ্বকাপ। তার আগে এই সিরিজ এক অর্থে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় এলেও, বেশ কিছু বিষয় চিন্তা বাড়ছে। বিশ্বকাপে ব্যর্থ হলে চাকরি টিকিয়ে রাখা কঠিন হবে গম্ভীরের পক্ষে। দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিতে রাজি নন তিনি। গম্ভীরের সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনই ইঙ্গিত আছে। পছন্দের দল না-পাওয়ার কথা বলতে চেয়েছেন তিনি। গম্ভীর প্রমাণ করতে মরিয়া যে, তাঁর হাত-পা বাঁধা। তাঁর আঙুল কি নির্বাচকদের দিকে? প্রশ্ন উঠছে।
অভিষেক শর্মা ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ভারতের টপ অর্ডার ব্যাটিং সেভাবে সাড়া ফেলতে পারেনি। রায়পুরে সঞ্জু স্যামসন, ঈশান কিষানদের উপর নজর থাকবে। অধিনায়ক সূর্য কুমারের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। গত ম্যাচে শুরুটা ভালই করেছিলেন তিনি। হার্দিক পান্ডিয়া মিডল অর্ডারে দলকে ভরসা জোগাচ্ছেন। শিবম দুবে ও রিঙ্কু সিং ম্যাচ উইনার। গত ম্যাচে সাতজন বোলারকে ব্যবহার করেছিল ভারত। বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলানো হয়েছিল স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। পার্ট টাইম স্পিনার হিসেবে অভিষেক শর্মাকেও ব্যবহার করা হয়েছিল। পেসে বুমরাহর সঙ্গী হতে পারেন অর্শদীপ, হার্দিক এবং শিবম দুবে।
অন্যদিকে, কামব্যাক করতে মরিয়া নিউজিল্যান্ড। গত ম্যাচে কনওয়ে, রাচীন রবীন্দ্ররা বড় রান পাননি। নিউজিল্যান্ডের বোলিংও দাগ কাটার মতো নয়। তবে সিরিজে পিছিয়ে পড়েও কামব্যাক করার মন্ত্র জানে কিউইরা। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সরাসরি সম্প্রচার দেখা যাবে।